সামরিক অভিযানের ১৯ তম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা জোরদার করেছে রাশিয়া। এরই মধ্যে সেখানকার একটি আবাসিক ভবনে রুশ বিমান হামলার খবর পাওয়া গেছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, কিইভের উত্তর শহরতলির ওবোলন জেলার নয় তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংটিতে সোমবার ভোরে আঘাত হানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। রুশ সৈন্যরা রাজধানীর কাছাকাছি অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গেই এই হামলা করা হয়।
দেশটির জরুরী পরিষেবাগুলোর বরাতে বিবিসি ও আল-জাজিরা জানায়, এই হামলায় এখন পর্যন্ত অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়াও আরও নয়জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে।
এছাড়াও হামলার আগে ৬৩ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ও হামলার পর ১৫ জন বাসিন্দাকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন কর্মকর্তারা।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো মৃতের সংখ্যা দুইজন বলে নিশ্চিত করেছেন। এছাড়াও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।