ওমিক্রন প্রকোপে লাগামছাড়া হয়েছে সংক্রমণ। প্রতিদিনই রেকর্ড গড়ছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৫৯ হাজার।
এমন পরিস্থিতিতে মহামারির তৃতীয় ঢেউ ঠেকাতে জরুরি বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দুস্তান টাইমস জানায়, সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কোভিড পরিস্থিতি পর্যালোচনার জন্য বিশেষ বৈঠক ডেকেছেন মোদি।
এর আগে ২৩ ডিসেম্বর শেষবারের মত মহামারি পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। আগের বৈঠকে করোনা পরিস্থিতির উপর নজরদারির ওপর জোর দিয়েছিলেন ভারতের প্রধামন্ত্রী।
গত বছরের দ্বিতীয় ঢেউয়ের মতো তৃতীয় ঢেউয়ের প্রকোপে যাতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে না পড়ে সেই দিকেই জোর দিবে প্রশাসন এমনটাই ধারণা করা হচ্ছে। এছাড়াও করোনার টিকাদানের গতি বাড়াতেও সরকার নজর দেবে বলে আশা করা হচ্ছে।
সোমবার দেশটিতে আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক দুই এক শতাংশে। ২০২১ সালের এপ্রিলে ভারতে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের সময়ের চাইতেও এই হার অনেক বেশি। যদিও সেবার সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রেকর্ড হয়েছিল দেড় কোটি।
এ পর্যন্ত ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রন শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২৩ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৫৫ লাখ ২৮ হাজার ৪ জনে। পাশাপাশি সুস্থতার হারও ৯৬ দশমিক ৯ আট শতাংশে নেমে এসেছে।