মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।
স্থানীয় কর্মকর্তারা জানান, পূর্বাঞ্চলীয় শহর বেনিতে স্থানীয় সময় শনিবার (২৫ ডিসেম্বর) এ হামলা হয়। এসময় সেখানে বড়দিন উদযাপন চলছিল বলে জানিয়েছে বিবিসি।
হামলার আগে পুলিশ হামলাকারীকে ভবনে প্রবেশ করতে বাধা দেয়। এসময় সে প্রবেশদ্বারে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারী ছাড়াও আরও পাঁচজন নিহত হয়।
শনিবারের এই হামলার জন্য দেশটির সশস্ত্র বিদ্রোহী দল এডিএফকে দায়ী করছে কর্মকর্তারা। দলটীর সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।
যদিও এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এছাড়াও দুই প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বোমা বিস্ফোরণের সময় ইন বক্স নামের রেস্তোরাঁটিতে ৩০ জনেরও বেশি মানুষ বড়দিন উদযাপন করছিলেন।