• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ওমিক্রন নিয়ে ইউরোপকে সতর্ক করল ডব্লিউএইচও


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ১০:২৮ এএম
ওমিক্রন নিয়ে ইউরোপকে সতর্ক করল ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপীয় প্রধান হ্যান্স ক্লুজ বলেছেন, ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি ইউরোপীয় স্বাস্থ্যব্যবস্থাকে চরমসীমার দিকে ঠেলে দেবে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওমিক্রন নিয়ে সতর্ক করে হ্যান্স বলেন, “করোনা সংক্রমণের আরেকটি ঝড় আসছে। এ ক্ষেত্রে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির কারণে সরকারগুলোর প্রস্তুত হওয়া উচিত।”

এদিকে ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ক্রিসমাস-পরবর্তী নতুন বিধিনিষেধ ঘোষণা করে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, “পরবর্তী যে ঢেউ আমাদের ওপর আছড়ে পড়তে শুরু করেছে, সেটির ব্যাপারে চোখ বন্ধ করে থাকতে পারি না। আর তা করাও উচিত নয়।’ পর্তুগাল ২৬ ডিসেম্বর থেকে পানশালা ও নৈশক্লাব বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

ক্রিসমাসের আগে ইংল্যান্ডে কোনো নতুন বিধিনিষেধ জারি হচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। অবশ্য স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষ সামাজিক সম্মিলনের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার অমিক্রন ধরন শনাক্ত হয়। তারপর তা দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

Link copied!