• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চীনে এক বছর পর করোনায় মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৫:২৩ পিএম
চীনে এক বছর পর করোনায় মৃত্যু

২০২১ সালের ২৬ জানুয়ারি চীনে সর্বশেষ করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল। এর এক বছরের বেশি সময় পর শনিবার দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে দেশটিতে।

বার্তা সংস্থা এপি জানায়, দীর্ঘদিন কঠোরভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের করার ফের সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন চীনা প্রশাসন। সংক্রমণের হার শূন্যের কোঠায় নিয়ে আসার চেষ্টায় আবারও এই ঊর্ধ্বগতি আতঙ্কের সৃষ্টি করেছে দেশজুড়ে।

রোগীশূন্য বিভিন্ন অঞ্চলে আবারও সংক্রমণ শুরুর খবর পাওয়া যাচ্ছে। শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫৭ জন।

আক্রান্তদের বেশির ভাগই জিলিন প্রদেশের বাসিন্দা। ইতিমধ্যেই এই প্রদেশে লকডাউন ঘোষণা করে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চীনে। এরপর বিশ্বজুড়ে ছড়িয়ে পরে কোভিড-১৯ মহামারি।

২০২০ সাল থেকেই কোভিড আক্রান্তের সংখ্যা শূ্ন্য নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে চীন। সেই উদ্দেশ্যে জন্য গণহারে কোভিড পরীক্ষা, কঠোর লকডাউন, কোয়ারেন্টিনের মতো পদক্ষেপ গ্রহণ করে তারা।

প্রশাসনের সফল পদক্ষেপের কারণে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। গত এক বছরের একজন রোগীরও মৃত্যু হয়নি।

তবে ওমিক্রনের সংক্রমণ শুরুর পর থেকে আবারও আক্রান্ত বেড়েছে। রোববার চীন দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে প্রায় ১ কোটি ৭৫ লাখ বাসিন্দাকে এক সপ্তাহের জন্য লকডাউনের আওতায় আনা হয়। দুই বছর পর কয়েকটি অঞ্চলে দৈনিক সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Link copied!