ইসরায়েলে পুলিশের ওপর বন্দুক হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেস্টের (আইএস) দুই সদস্য। হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে দুই হামলাকারীও নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
রোববার (২৭ মার্চ) দেশটির উত্তরাঞ্চলের হাদেরা শহরে এ ঘটনা ঘটে। সোমবার (২৮ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হাদেরা শহর তেল আবিব থেকে ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। শহরে দুই পুলিশ সদস্যের ওপর গুলি চালায় হামলাকারীরা। দুই পুলিশ ঘটনাস্থলে মারা যান। হামলায় আরও চারজন সাধারণ মানুষ আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর মুখপাত্র এলি লেভি বলেন, “আমাদের অফিসার হামলাকারীদের থামাতে সক্ষম হয়েছেন। বড় সন্ত্রাসী হামলা হওয়ার আগে আমরা তাদের হত্যা করেছি।”
এ ঘটনায় নিন্দা জানিয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, “হাদেরায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সমাজে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। নিহত ইসরায়েলি পরিবারের পাশে আছি। তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি।”
এদিকে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেস্ট (আইএস)। নিজেদের দায় স্বীকার করে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছে আইএস।
হাদেরা শহরে হামলার আগের দিন একজন আইএস সমর্থককে গ্রেপ্তার করে ইসরায়েলের পুলিশ। সম্প্রতি বিরশেবা এলাকায় এক হামলায় চারজন ইসরায়েলি নিহত হয়েছিলেন। সেই সূত্রে তাকে গ্রেপ্তার করা হয়।
জঙ্গিগোষ্ঠীদের পর্যবেক্ষনকারী প্রতিষ্ঠান সাইট ইন্টিলিজেন্সের তথ্যমতে, সর্বশেষ ইসরায়েলে ২০১৭ সালে হামলা চালিয়েছিল আইএস। সেই হামলার দায়ও স্বীকার করছিল জঙ্গিগোষ্ঠীটি।