• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৩:৪১ পিএম
ইউক্রেনে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

চলমান আগ্রাসনের মধ্যে ইউক্রেনে প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনীর সরঞ্জামাদি রাখার এক গুদামে এ হামলা চালানো হয়।

রুশ সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র ইগোর কোনাশেনকোভ হামলার দায় স্বীকার করেন। শনিবার (১৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ইগোর জানান, তারা পশ্চিম ইউক্রেনে সেনাদের সরঞ্জাম রাখার গুদামে হামলা চালান। সেখানে ইউক্রেন সেনাদের যুদ্ধবিমান রাখা ছিল। এছাড়া গুদামে ক্ষেপণাস্ত্রও মজুত ছিল।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আগ্রাসন শুরুর পর এই প্রথম ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করল রুশ সামরিক বাহিনী।

রুশ সামরিক বাহিনী বলছে, হামালা চালানো ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি। এটির নাম কেএইচ-৪৭এম২। এটি দিয়ে ২ হাজার কিলোমিটারের বেশি দূরে লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব।

পশ্চিম ইউক্রেনে আঘাত করা রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত গতিসম্পন্ন। এ অস্ত্র প্রতি সেকেন্ডে এক মাইল দূরত্ব অতিক্রম করতে সক্ষম।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!