• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেন সংকট সমাধানে ইউরোপ সফরে বাইডেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০১:০৭ পিএম
ইউক্রেন সংকট সমাধানে ইউরোপ সফরে বাইডেন

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে চলমান আগ্রাসন বন্ধের উদ্দেশ্যে ইউরোপ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী শুক্রবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশে মার্কিন প্রেসিডেন্ট সফরে যাচ্ছেন বলে হোয়াইট হাউস থেকে এক বিবৃতি জানানো হয়েছে।

প্রথমে ন্যাটো, জি-৭ ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে আরেক দফা বৈঠক করবেন। সোমবার (২১ মার্চ) সিএনএন এক প্রতিবেদনে এসব জানায়।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, “রাশিয়া অন্যায়ভাবে ও বিনা প্ররোচনায় ইউক্রেনের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এতে দেশটিতে মানবিক এবং মানবাধিকার সংকট আমাদের মিত্র ও অংশীদারদের নিয়ে যুক্তরাষ্ট্র কীভাবে মোকাবিলা করবে, প্রেসিডেন্ট সে বিষয়ে আলোচনা করবেন।”

বিবৃতিতে বলা হয়, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো জোট ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পরদিন ওয়ারশে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদার সঙ্গে বৈঠক করবেন বাইডেন।

যুদ্ধের কারণে ইউক্রেনে ছেড়ে যাওয়া প্রায় অর্ধেক মানুষ সীমান্তবর্তী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। এই সফরে ইউক্রেনের যুদ্ধে মানবিক সহায়তা নিয়েও কথা বলবেন বাইডেন।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবারের মতো ইউরোপ সফরে যাচ্ছেন বাইডেন। তবে এই সফরে বাইডেনের ইউক্রেনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!