ইউক্রেন পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ উল্লেখ করে সকল পক্ষকে সংযত হতে আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সাথে এক ভার্চুয়াল বৈঠকে এ কথা বলেন তিনি।
চীনের প্রেসিডেন্ট উল্লেখ করেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যেকার শান্তি আলোচনাকে সব দেশেরই সমর্থন দেয়া উচিত। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তার ওপর অগ্রাধিকার দিতে হবে বলেও মনে করছেন তিনি।
ইউরোপের এমন যুদ্ধ পরিস্থিতিতে চীন মর্মাহত বলে উদ্বেগ জানান তিনি। শি আরও বলেন, ইউক্রেন সংকটের নেতিবাচক প্রভাবগুলি মোকাবেলার জন্য ফ্রান্স ও জার্মানিকে প্রচেষ্টা চালাতে হবে। বিশ্বব্যাপী অর্থ, জ্বালানী, পরিবহন ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতার উপর যুদ্ধের প্রভাব নিয়েও উদ্বেগ করেছেন তিনি।
এর আগে সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে অন্য যেকোনো দেশের চেয়ে চীনের ভূমিকা রাখার সুযোগ সবচেয়ে বেশি। এ বক্তব্যের পরই ইউক্রেন ইস্যুতে মুখ খুললেন শি জিনপিং।