ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েনের পর থেকেই রাশিয়া দেশটিতে সামরিক অভিযান চালাতে যাচ্ছে বলে সতর্ক করছে যুক্তরাষ্ট্র। এবার মার্কিন কর্মকর্তারা জানালেন, রাশিয়া এরই মধ্যে প্রায় ৭০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন করেছে।
কর্মকর্তাদের দাবি, সামনের সপ্তাহগুলোতেই ইউক্রেনে অভিযান চালাতে পারবে রাশিয়া। এছাড়াও তারা বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় মাটিতে বরফ জমে গিয়ে তা শক্ত হয়ে যাবে। তখন মস্কোর জন্য আরও ভারী সামরিক যান নিয়ে আসা সহজ হবে।
বিবিসি জানায়, এ পর্যন্ত ইউক্রেন সীমান্তের কাছে এক লাখের বেশি সৈন্য জড়ো করেছে রাশিয়া। তবে আক্রমণের পরিকল্পনার কথা অস্বীকার করছে মস্কো।
যদিও মার্কিন কর্মকর্তারা তাদের এসব দাবির পক্ষে কোন প্রমাণ দেননি। তবে তারা বলছেন, গোয়েন্দা সূত্রে তারা এসব তথ্য পেয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কী না সে বিষয়ে কিছু জানাতে পারেনি তারা।
তবে ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধান এখনও সম্ভব বলে মনে করছেন কর্মকর্তারা। আর সমাধান না হলে অভিযানে ৫০ হাজারের বেশি বেসামরিক মানুষ মারা যেতে পারে বলেও সতর্ক করেছেন তারা।
রুশ আক্রমণের কয়েকদিনের মধ্যেই মুখে ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন ঘটবে এমন আশঙ্কাও করা হচ্ছে। এর ফলে লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে পারে ও ইউরোপে দেখা দিতে পারে শরণার্থী সংকট। যদিও এই সব তথ্যের ব্যাপারে এখনও কোন প্রতিক্রিয়া জানায়নি ক্রেমলিন।