• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আফগানিস্তানে বিবিসির সম্প্রচার বন্ধ করল তালেবান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৪:৪৫ পিএম
আফগানিস্তানে বিবিসির সম্প্রচার বন্ধ করল তালেবান

আফগানিস্তানে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করা হয়েছে। বিবিসি জানায়, তালেবান সরকার স্থানীয় চ্যানেলগুলোকে আন্তর্জাতিক গণমাধ্যমের অনুষ্ঠান সম্প্রচার না করার নির্দেশ দেওয়ার পর বিবিসির প্রচার বন্ধ হয়ে যায়।

এ সিদ্ধান্তকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করে ক্ষোভ জানিয়েছে বিবিসি। এক বিবৃতিতে তারা জানায়, বিবিসির ফার্সি, পশতু ও উজবেক ভাষার অনুষ্ঠানগুলোর ৬০ লাখের বেশি দর্শক রয়েছে আফগানিস্তানে। তাই এমন সিদ্ধান্ত তাদের কার্যক্রমকে বিরূপভাবে প্রভাবিত করবে।

যদিও দেশটির ২০ ভাগ জনগণ স্যাটেলাইট টিভি ব্যবহার করছে। তাই তাদের একটি অংশ বিবিসির ফার্সি চ্যানেলটি দেখতে পারবে। এছাড়া বিবিসির রেডিও আর অনলাইন পরিষেবাগুলোও এই সিদ্ধান্তের আওতায় বন্ধ হবে না।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ভাষা বিভাগের প্রধান তারিক কাফালা জানান, আফগানিস্তানে ‘অনিশ্চয়তা’ ও ‘অশান্তির’ সময়ে জনগণকে নিরপেক্ষ সংবাদ দেখার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

তিনি বলেন, “আমরা তালেবানকে তাদের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের চ্যানেল ও অংশীদারদের অবিলম্বে বিবিসির সংবাদ ও অনুষ্ঠানগুলো সম্প্রচারের অনুমতি দেওয়া হোক।”

আফগানিস্তানে বন্ধ হয়ে যাওয়া অন্যান্য আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ভয়েস অব আমেরিকা, জার্মানির ডয়চে ভেলে ও চীনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক।

Link copied!