• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

রুটি দিয়ে শিল্পকর্ম বানিয়ে বিশ্বরেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ০২:১৩ পিএম
রুটি দিয়ে শিল্পকর্ম বানিয়ে বিশ্বরেকর্ড

নতুন বিশ্বরেকর্ড করতে বা পুরনো বিশ্বরেকর্ড ভাঙতে পুরো বিশ্বজুড়ে মেধা, শ্রম ও অর্থ ব্যয় করে মানুষ। তাদের পরিশ্রম ও মেধা বিশ্বের সাতশ কোটি মানুষের মধ্যে তাদের অনন্য করে তোলে। এই রেকর্ডের স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। এবার তারা বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে রুটি দিয়ে বানানো এক শিল্পকর্মকে।

মেক্সিকোর একদল রুটি কারিগর গোল গোল রঙবেরঙের রুটি দিয়ে বানায় শিল্পকর্মটি। রেকর্ড গড়ার উদ্দেশ্যে তারা সেটি বানিয়েছেন এবং সফলও হয়েছেন। রুটি দিয়ে বানানো বিশ্বের সবচেয়ে বড় শিল্পকর্মের স্বীকৃতি পেয়েছে তাদের কাজ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ থেকে তারা পেয়েছেন আনুষ্ঠানিক স্বীকৃতি।

মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল জানায়, স্থানীয় পাঁচ রুটি কারিগর প্রথমে প্রায় ২১ হাজার ছোট ছোট বিভিন্ন রঙের রঙিন রুটি তৈরি করেন। এরপর সেগুলো জোড়া দিয়ে বানানো হয় বিশাল এই শিল্পকর্মটি। এর আয়তন প্রায় ২ হাজার ২২২ বর্গফুট।

২০ হাজার ৬৮৯ টি রুটি বানাতে তাদের সময় লেগেছে দুই সপ্তাহ। খোল আকৃতির রুটি দিয়ে বানানো শিল্পকর্মটি এখন বিশ্বের সবচেয়ে বড় ‘ব্রেড মোজাইক’।

Link copied!