• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

অনন্ত আম্বানিকে ‘ভিখারি’ বলে কেন উত্ত্যক্ত করত বন্ধুরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৪, ০১:২১ পিএম
অনন্ত আম্বানিকে ‘ভিখারি’ বলে কেন উত্ত্যক্ত করত বন্ধুরা
অনন্ত আম্বানি। ছবি : সংগৃহীত

মহা ধুমধামে অনুষ্ঠিত হয়ে গেল ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক্-বিয়ের অনুষ্ঠান। তিন দিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের রথী মহারথীদের সঙ্গে ছিলেন বিল গেটস-মার্ক জোকারবার্গের মতো শীর্ষ ধনীরাও। 

ভারতীয় গণমাধ্যমের খবর, এই অনুষ্ঠানে মুকেশ আম্বানি খরচ করেছেন ১ হাজার কোটি রুপি। অথচ এই অনন্ত আম্বানিকেই নাকি তার স্কুলের বন্ধুরা ‘ভিখারি’ বলে উত্ত্যক্ত করত।

ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অনন্ত তার স্কুলজীবনে হাতখরচ হিসাবে সপ্তাহে পেতেন মাত্র পাঁচ রুপি। এ কারণেই তাকে তার স্কুলের বন্ধুরা ‘তুই আম্বানি নাকি ভিখারি’ বলে উত্ত্যক্ত করত।

অনন্ত পড়াশোনা করেছেন মুকেশের মালিকানাধীন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। মুকেশের বাবা ধীরুভাই। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা।

পুরোনো এক সাক্ষাৎকারে মুকেশের স্ত্রী নীতা আম্বানি বলেছিলেন, তিন সন্তান আকাশ, ইশা ও অনন্ত আম্বানিকে অর্থের মূল্য শেখাতে স্কুলজীবনে প্রতি সপ্তাহে মাত্র পাঁচ রুপি করে হাতখরচ দিতেন তারা।

নীতা আরও বলেছিলেন, ক্যানটিনে খরচের জন্য সপ্তাহে মাত্র পাঁচ রুপি হাতখরচ পাওয়ার কারণে স্কুলে অনন্তকে উপহাস করা হয়েছিল।

Link copied!