• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

মোদির শুভেচ্ছা বার্তার জবাবে যা বললেন শাহবাজ শরিফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৪, ০৯:৪৯ পিএম
মোদির শুভেচ্ছা বার্তার জবাবে যা বললেন শাহবাজ শরিফ
শাহবাজ শরিফ ও নরেন্দ্র মোদি। ফাইল ফটো

পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শাহবাজ শরিফকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৭ মার্চ) মোদির বার্তার জবাব দিয়েছেন শাহবাজ।

অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শাহবাজ লিখেছেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আমার নির্বাচনের জন্য অভিনন্দন জানানোয় নরেন্দ্র মোদিকে ধন্যবাদ।”

গত ৫ মার্চ শাহবাজের উদ্দেশে নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শাহবাজকে অভিনন্দন।”

এর আগে গত ৩ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদ সদস্যদের ভোটে দেশটির ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ। তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর বর্তমান সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।

জাতীয় পরিষদে ২০১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ইমরান খানের দল পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি)প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছিলেন ৯২ ভোট।

Link copied!