• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

আফগান শিশুহত্যার দায়ে ক্ষতিপূরণ দিল যুক্তরাজ্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০৬:০৪ পিএম
আফগান শিশুহত্যার দায়ে ক্ষতিপূরণ দিল যুক্তরাজ্য

আফগানিস্তানে ব্রিটিশ সেনাবাহিনীর অভিযান চলাকালে নিহত অন্তত ৬৪ আফগান শিশুর জন্য ক্ষতিপূরণ দিয়েছে যুক্তরাজ্য সরকার।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, এই শিশুরা ২০০৬ থেকে ২০১৪ সালের মধ্যে ব্রিটিশ সামরিক বাহিনীর অভিযানে নিহত হয়েছিল। তবে এর আগে কেবল ১৬ শিশু হত্যার কথাই স্বীকার করেছিল তারা।

দাতব্য সংস্থা অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স (এওএভি) এর অনুরোধের পর শিশুমৃত্যুর নতুন এই তথ্য প্রকাশ করা হয়। বিমান হামলা এবং গোলাগুলি চলাকালে এই শিশুদের মৃত্যু হয়েছে। তাদের পরিবারকে গড়ে ১,৬৫৬ পাউন্ড বা ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দাতব্য সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, অভিযানে শিশুমৃত্যুর সংখ্য আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। প্রকৃত সংখ্যা ১৩৫ ছাড়িয়ে যেতে পারে। কারণ, কিছুক্ষেত্রে মানুষের মৃত্যুকে ‘ছেলে’ অথবা ‘মেয়ে’ হিসাবে তালিকাভুক্ত করেছে প্রতিরক্ষা বিভাগ এবং তাদের কোনো বয়সও উল্লেখ করা হয়নি। এই নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক হতে পারে বা তাদের মধ্যে ১৮ বছরের নিচেও অনেকে থেকে থাকতে পারে। বিষয়টি নিশ্চিত নয়।

ব্রিটিশ সরকার প্রাপ্তবয়স্কদের মৃত্যুর জন্যও ক্ষতিপূরণ প্রদান করেছে। তবে মোট ৮৮১ জন নিহত হয়েছে বলে দাবি করা হলেও ব্রিটিশ সরকার তা প্রত্যাখ্যান করে মাত্র এক-চতুর্থাংশের জন্য ক্ষতিপূরণ দিয়েছে।

Link copied!