উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য দুরাঙ্গোতে দুটি ব্যক্তিগত বিমানের সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে পশ্চিম দুরাঙ্গোর লা গ্যালানসিটা শহরের একটি ছোট এয়ারস্ট্রিপে দুর্ঘটনাটি ঘটে।
অঙ্গরাজ্যের নিরাপত্তা দপ্তর এপিকে জানিয়েছে, “দুটি বিমান, দুটিই সেসনা হালকা বিমান, একটি টেক অফ করার সময় এবং অন্যটি অবতরণের সময় সংঘর্ষের ঘটনা ঘটে।”
সংঘর্ষের পর দুটি বিমানেই আগুন ধরে যায়।
দুর্ঘটনায় পাঁচ যাত্রীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থা।
অঙ্গরাজ্য কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।