পাকিস্তানের বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ, কী ঘটতে যাচ্ছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৫, ০২:৫৮ পিএম
পাকিস্তানের বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ, কী ঘটতে যাচ্ছে
করাচির বন্দরে ভিড়েছে তুরস্কের যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

পরমাণু শক্তিধর ২ দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই করাচির বন্দরে ভিড়েছে তুরস্কের যুদ্ধজাহাজ। ২ দেশের সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে তুরস্কের যুদ্ধজাহাজ টিসিজি বুয়ুকডা পাকিস্তানে পৌঁছেছে বলে জানানো হয়ে।

রোববার (৪ মে) পাকিস্তানের নৌবাহিনীর পক্ষ এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

এই ঘটনায় উদ্বিগ্ন ভারত বড় ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। বলা হচ্ছে, ভারতের প্রত্যাঘাত সামাল দিতে বন্ধু দেশগুলোর সাহায্য চেয়েছে পাকিস্তান। তাদের বন্ধু তালিকায় সবার উপরে রয়েছে চীন ও তুরস্ক। সামরিক ক্ষেত্রে পাকিস্তানের অন্যতম বড় সাহায্যকারী দেশ তুরস্ক। আগেও পাকিস্তানকে আগোস্টা ৯০বি ক্লাস সাবমেরিনের আধুনিকরণ, ড্রোন-সহ অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়েছে তুরস্ক।

এ ছাড়া প্রায়শই যৌথ মহড়ায় অংশ নেই দুই দেশের সেনা। তবে এবার ভারতে যুদ্ধ পরিস্থিতির মাঝে তুরস্কের যুদ্ধজাহাজের করাচি আগমন মোটেই সহজভাবে দেখছে না ভারতের বিশেষজ্ঞমহল।

যদিও পাকিস্তানের নৌবাহিনীর দাবি, করাচিতে থাকাকালীন তুরস্কের যুদ্ধজাহাজ পাকিস্তানের নৌবাহিনীর সঙ্গে সামরিক ক্ষেত্রে নানা বিষয় নিয়ে আলোচনা করবে। এই সফরের লক্ষ্য দুই নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি ও সামুদ্রিক সহযোগিতা বাড়ানো।

ভারতীয় বিশেষজ্ঞদের দাবি, বর্তমান পরিস্থিতিতে তুরস্কের যুদ্ধ জাহাজের আগমন সাধারণ বিষয় নয়।

Link copied!