যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জর্জিয়া রাজ্যের ২০২০ সালের নির্বাচনে কারচুপি মামলার বিচার সরাসরি সম্প্রচার করা হবে। মামলার সব শুনানি আটলান্টার ফুলটন কাউন্টি কোর্টের ইউটিউব চ্যানেলে সরাসরি পাওয়া যাবে বলে জানিয়েছেন বিচারক স্কট ম্যাকাফি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বিচার কার্যক্রম কবে থেকে শুরু হবে তা জানানো হয়নি। ধারণা করা হচ্ছে আগামী বছর শুরু হতে পারে যখন তিনি পুনঃনির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ফুলটন কাউন্টি আদালতের সমস্ত কার্যক্রম সাধারণত সরাসরি সম্প্রচার করা হয়। বিচারক স্কট ম্যাকাফি বলেন, “ফুলটন কাউন্টি আদালতের একটি ইউটিউব চ্যানেলে আমরা বড় বড় মামলার শুনানি সরাসরি সম্প্রচার করে আসছি।”
ডোনাল্ড ট্রাম্প ও তার সাথে আরও ১৮ জনের বিরুদ্ধে রাজ্যের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলার মধ্যে এটিই প্রথম সরাসরি সম্প্রচার করা হবে।
ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস ট্রাম্পের বিরুদ্ধে ১৩টি অপরাধের অভিযোগ এনেছেন। এগুলোর মধ্যে ছিল ২০২০ সালের নির্বাচনের পরাজয় এড়াতে কর্মকর্তাদের চাপ প্রয়োগ।
গত সপ্তাহে ট্রাম্প আটলান্টা গিয়ে ফুলটন কাউন্টিতে আত্মসমর্পণ করেন। সেখানে তিনি ২০ মিনিট আটক ছিলেন।