রাস্তায় যানজট, মেট্রোরেলে চড়ে মণ্ডপে গেলেন কনে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ০২:৩৮ পিএম
রাস্তায় যানজট, মেট্রোরেলে চড়ে মণ্ডপে গেলেন কনে

রাস্তায় যানজট হওয়ায় মাঝরাস্তায় গাড়ি থেকে নেমে মেট্রোরেলে ছুটলেন কনে। নির্ধারিত সময়ে মণ্ডপে না পৌঁছাতে পারলে হবেন লগ্নভ্রষ্টা। তাই যানজটের শহরে মেট্রোরেল ছাড়া আর কোনো উপায় খুঁজে পাননি তিনি। ইতিমধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা সমালোচনা।

এ ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। ভিডিওতে দেখা গিয়েছে, কনে ও তার কয়েকজন সঙ্গী মেট্রোরেলে উঠেছেন। তাদের বিয়ের সাজ দেখে সবাই বিস্মিত। মেট্রো বা তেমন কোনো গণপরিবহণের সচরাসচর কেউ বিয়ে করতে না যাওয়ায় এ দৃশ্য দেখে সবাই যেন বিস্মিত।

এদিকে, বেঙ্গালুরুতে বেড়েই চলেছে গাড়ির সংখ্যা। যে কারণে যাত্রীদের প্রতিদিন যানজটে পড়তে হয়। ঘটনার দিনে শহরের রাস্তায় তীব্র যানজটের মুখে পড়ে কনের গাড়ি। দীর্ঘক্ষণ গাড়িতে অপেক্ষার পর মেট্রোরেলে গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নেয় কনের পরিবার। এরপরই কনে তার কয়েকজন সঙ্গী ও পরিবারের লোকজনের সঙ্গে মেট্রোরেলে উঠে পড়েন।
 

Link copied!