• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

সুদানে সংঘাত : নিহত বেড়ে ৪২০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩, ১২:১০ পিএম
সুদানে সংঘাত : নিহত বেড়ে ৪২০

সুদানে চলমান সংঘাতে ৪২০ জন নিহত হয়েছেন। আহত ৩ হাজার ৭০০ জন। এদিকে সংঘাতের কারণে সুদান থেকে নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিতে জোর তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (২৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

এর আগে ১৫ এপ্রিল সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াই শুরু হয়। সংঘাতের কারণে রাজধানী খার্তুমে বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন লাখো বাসিন্দা। অনেক স্থানে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যসহ প্রায় ১০০ জনকে সরিয়ে নিয়েছে। যুক্তরাজ্যও সুদান থেকে ব্রিটিশ কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত সরিয়ে নেওয়ার কাজ শেষ করেছে। অন্যান্য ইউরোপীয় দেশও সুদান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।

সুদানের এই সংঘাতের এক পক্ষে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। অপর পক্ষে আছেন আরএসএফের প্রধান সাবেক মিলিশিয়া নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি।
 

Link copied!