• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ১০:৪৭ এএম
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
সোনিয়া গান্ধী

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বুধবার (৪ জানুয়ারি) হাসপাতালে ভর্তি হন তিনি।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়,  মঙ্গলবার হঠাৎ সোনিয়া গান্ধীর শ্বাসকষ্ট শুরু হয়। তাই তাকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, ৭৬ বছর বয়সী সোনিয়ার অবস্থা স্থিতিশীল।

ভারতের গণমাধ্যমগুলো জানায়, সোনিয়া গান্ধী শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন।

এদিকে সোনিয়া গান্ধীর অসুস্থতার খবর পেয়ে ভারত জোড়ো যাত্রা দিল্লিতে ফিরেছেন তার দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা। পরে অবশ্য রাহুল ফের যাত্রায় যোগ দেন।

মঙ্গলবার সকাল থেকে ভারত জোড়ো যাত্রা আবার শুরু হয়। শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাবেক গোয়েন্দাপ্রধান এ এস দৌলতের পাশাপাশি উত্তর প্রদেশে ওই যাত্রায় যোগ দেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ।

উত্তর প্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও পাঞ্জাব হয়ে ভারত জোড়ো যাত্রা যাবে জম্মু-কাশ্মীর। ৩০ জানুয়ারি শ্রীনগরে জাতীয় পতাকা তোলার মধ্য দিয়ে শেষ হবে এই পর্বের যাত্রা।

Link copied!