দক্ষ কর্মীদের ভিসা ফি: ১৫০০ থেকে ১ লাখ ডলার করলেন ট্রাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৩:৩৪ পিএম
দক্ষ কর্মীদের ভিসা ফি: ১৫০০ থেকে ১ লাখ ডলার করলেন ট্রাম্প

বিদেশি কর্মীদের নিয়ন্ত্রণ এবং স্থানীয়দের জন্য বেশি সুযোগ নিশ্চিত করতে এইচ-ওয়ান বি ভিসার বাৎসরিক ফি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। আগে ছিল ১,৫০০ ডলার, এখন এক লাখ ডলার করা হয়েছে।

এইচ-ওয়ান বি ভিসার আওতায় প্রতি বছর প্রায় ৮৫ হাজার দক্ষ বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে কাজ করতে পারে। মূলত বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও ব্যবসায় দক্ষ কর্মীরা এই ভিসার আওতায় আসে। অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল, গুগল প্রভৃতি কোম্পানি এই ভিসার প্রধান সুবিধাভোগী।

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান ও প্রযুক্তিখাতের কর্মীদের বলা হয় স্টেম ওয়ার্কার। মার্কিন পরিসংখ্যান দপ্তরের হিসেব অনুযায়ী, ২০০০ সালে দেশটিতে যত সংখ্যক বিদেশি স্টেম ওয়ার্কার ছিল, এইচ-ওয়ান বি ভিসা কর্মসূচি চালু হওয়ার পর সেখানে যোগ হয়েছেন আরও ২৫ লাখ বিদেশে স্টেম ওয়ার্কার। শতকরা হিসেবে ২০০০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এ ভিসা কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে বিদেশি বিজ্ঞান ও প্রযুক্তিকর্মীদের হার বেড়েছে ৪৪ দশমিক ৫ শতাংশ। এই কর্মীদের অধিকাংশই ভারত এবং চীন থেকে আসা।

দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, বড় কোম্পানিগুলো প্রতি বছর লাখ লাখ বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে আনে। এই ফি বৃদ্ধির মাধ্যমে আমরা চাই কোম্পানিগুলো আমেরিকার শিক্ষার্থী বা স্থানীয়দের নিয়োগ দিক, বিদেশিদের ওপর নির্ভরতা কমাক।

এই নতুন ফি প্রবর্তনের ফলে বিদেশি কর্মী নিয়োগের খরচ বাড়বে এবং স্থানীয় কর্মীদের জন্য সুযোগ বৃদ্ধি পাবে।

Link copied!