• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

সিরিয়ায় তিন মার্কিন ঘাঁটিতে একযোগে রকেট হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩, ০২:০৫ পিএম
সিরিয়ায় তিন মার্কিন ঘাঁটিতে একযোগে রকেট হামলা
সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটি। ফাইল ছবি

সিরিয়ায় অবস্থিত তিনটি মার্কিন ঘাঁটিতে সোমবার একযোগে হামলার ঘটনা ঘটেছে। 

তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু  এজেন্সির প্রতিবেদন থেকে জানা যায়, দেইর ইজ-জোরের আল ওমর তেল ক্ষেত্র এলাকার মার্কিন ঘাঁটিসহ আল শাদ্দাদি ও আল হাসাকার ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার পিকেকে/ওয়াইপিজি সন্ত্রাসী সংগঠনের দখলে থাকা আল-হাসাকার আল-মালিকিয়া এলাকার একটি মার্কিন ঘাঁটিতেও সশস্ত্র ড্রোন হামলা হয়।

একই দিন সকালে, দক্ষিণ সিরিয়ার আল-তানফ অঞ্চলের একটি ঘাঁটি, যেখানে মার্কিন বাহিনী রয়েছে, তিনটি সশস্ত্র ড্রোনের সাহায্যে সেখানেও হামলার ঘটনা ঘটে।

মার্কিন সামরিক বাহিনী বলেছে- সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় মার্কিন ও কোয়ালিশন বাহিনীর কাছে দুটি একমুখী হামলার ড্রোন ধ্বংস করেছে তারা। ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো আকাশে ধ্বংস করা হয়েছে। 

সূত্র: আনাদোলু এজেন্সি, আল মায়াদিন

Link copied!