• ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২, ২৭ রবিউস সানি ১৪৪৭

শিক্ষকদের সঙ্গে দেখা করে আন্দোলন চালিয়ে যেতে বললেন হাসনাত ও তাসনিম জারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ১০:১২ এএম
শিক্ষকদের সঙ্গে দেখা করে আন্দোলন চালিয়ে যেতে বললেন হাসনাত ও তাসনিম জারা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলন এখন দেশের শিক্ষা খাতের এক বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত আটদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষকরা, এবং ১৭ অক্টোবর দুপুর ২টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন তারা। এর ফলে প্রায় ৪২ ঘণ্টা ধরে অনশন চলছে, যার মধ্যে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার (১৯ অক্টোবর) ভোরে, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং তাসনিম জারা শহীদ মিনারে গিয়ে আন্দোলনরত শিক্ষকদের খোঁজ-খবর নেন। তাদের পরামর্শ, দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী তাদের পরামর্শের বিষয়টি ফেসবুকে শেয়ার করেছেন।

এদিকে, শিক্ষকদের আন্দোলন আরও একধাপ এগিয়ে নিতে ভূখা মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১৮ অক্টোবর রাতে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ আজিজী। শিক্ষকেরা খালি থালা ও প্লেট হাতে শহরের বিভিন্ন অংশে মিছিল করবেন, যার মাধ্যমে তারা তাদের বঞ্চনা ও অসম্মানের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।

অধ্যক্ষ আজিজী বলেন, "আমরা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি, জাতির মেরুদণ্ড শক্ত করছি, কিন্তু আমাদের নিজেদের জীবনে নিরাপত্তা ও সম্মান নেই। বছরের পর বছর শুধু প্রতিশ্রুতি শুনে আসছি, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। আমাদের এমন অবস্থায় এসেছে, যেখানে 'খালি থালা' হাতে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই।"

অধ্যক্ষ আজিজী আরও বলেন, “সরকার চাইলে যে কোনো সময় আমাদের সংকটের সমাধান করতে পারে। আমরা আর অনিশ্চয়তার মধ্যে থাকতে চাই না। শিক্ষক সমাজ মর্যাদা চায়, করুণা নয়।”

তিনি জানান, দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর আশ্বাস পাওয়া যায়নি, তাই ভূখা মিছিল কর্মসূচি নেওয়া হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষকদের তিনটি প্রধান দাবি হল: মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া প্রদান, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা (বোনাস) প্রদান।

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন শুধু ঢাকা নয়, সারা দেশেও ছড়িয়ে পড়েছে। ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান জুড়ে কর্মবিরতি চলছে। ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই আন্দোলনে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এবং মাদ্রাসা—সব ক্ষেত্রেই শিক্ষার্থীরা পাঠদান ও পরীক্ষা থেকে বিরত রয়েছেন।

অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি হলেও, শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শিক্ষকদের দাবি পূরণের জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা বলছেন, তাদের মানবাধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা হওয়া জরুরি।

Link copied!