• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

নাইজারে ল্যান্ডমাইন বিস্ফোরণে সাত সেনা নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৩, ১১:০৩ এএম
নাইজারে ল্যান্ডমাইন বিস্ফোরণে সাত সেনা নিহত

নাইজারের পশ্চিম টিলাবেরি অঞ্চলে সেনাদের গাড়ি পেতে রাখা ল্যান্ডমাইনের ওপর উঠলে বিস্ফোরণে সাত সেনা নিহত হয়েছেন।

ন্যাশনাল গার্ড অব নাইজার (জিএনএন) এ তথ্য জানিয়েছে। জিহাদি যোদ্ধারা এই অঞ্চলে নিয়মিত হামলা চালায়।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সামিরা গ্রাম থেকে ছয় কিলোমিটার (চার মাইল) দূরে এ ঘটনা ঘটে। দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বুরকিনা ফাসোর সঙ্গে নাইজারের সীমানা থেকে কিছু দূরে অবস্থিত এ গ্রামটি।

নাইজারের সেনাদের বিরুদ্ধে ধারাবাহিক হামলার মধ্যে এটিই সর্বশেষ হামলার ঘটনা।

দেশটি আল-কায়েদা এবং ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত জিহাদিদের সাথে লড়াই করে যাচ্ছে। আবার দক্ষিণ-পশ্চিমে তাদের বোকো হারামের জিহাদি যোদ্ধাদের সঙ্গেও লড়াই করতে হয়।

Link copied!