• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

জার্মানিতে শরণার্থীর ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ০৫:৩৫ পিএম
জার্মানিতে শরণার্থীর ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্রী

স্কুল যাওয়ার সময় এক শরণার্থীর ছুরিকাঘাতে নিহত হয়েছে দক্ষিণ জার্মানির ১৪ বছর বয়সী এক কিশোরী। গুরুতর আহত হয়েছেন ১৩ বছর বয়সী আরেকজন ছাত্রী।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, সন্দেহভাজন ব্যক্তি সোমবার (৫ ডিসেম্বর) জার্মানির ইলারকির্চবার্গ গ্রামের একটি শরণার্থী শিবির থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হাসপাতালে নেওয়ার পর মারা যান সেই ছাত্রী।

২৭ বছর বয়সী এক ইরিত্রিয়ার নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। তিনি জার্মানিতে আশ্রয়প্রার্থী বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলের কাছের একটি ভবনে তল্লাশি চালিয়ে ছুরিসহ সন্দেহভাজন ওই ব্যক্তিকে খুঁজে পান তারা। এই ছুরিটিই হামলায় ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোট তিন জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, “এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুই এখন পর্যন্ত সম্পূর্ণ অস্পষ্ট।”

এই হামলার ঘটনার প্রেক্ষাপটে বিদেশি নাগরিক বা আশ্রয়প্রার্থীদের সন্দেহ না করার জন্য এক বিবৃতিতে জনগণকে অনুরোধ জানিয়েছে পুলিশ।

Link copied!