প্রধানমন্ত্রী হওয়ায় বিচারের ঊর্ধ্বে সৌদি যুবরাজ: যুক্তরাষ্ট্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২, ০৩:৪৮ পিএম
প্রধানমন্ত্রী হওয়ায় বিচারের ঊর্ধ্বে সৌদি যুবরাজ: যুক্তরাষ্ট্র

খাসোগি হত্যা মামলায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিচার সম্ভব না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক আইন অনুসারে, একটি দেশের সরকারের প্রধানমন্ত্রী হওয়ার কারণে তাকে বিচারের আওতায় আনা যায় না।

বিবিসি জানায়, ২০১৮ সালে তুরস্কের সৌদি দূতাবাসে হত্যা করা হয় সৌদি সমালোচক জামাল খাসোগিকে। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই সাংবাদিকের হত্যার বিচারে মামলা করেন তার বাগদত্তা হাটিস সেনজিজ।

তবে গত সেপ্টেম্বরে সৌদি আরবের প্রধানমন্ত্রী হন যুবরাজ সালমান। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আইনজীবীদের মতে, ‘হেড অব স্টেট ইমিউনিটি’ সুবিধাটি প্রচলিত আন্তর্জাতিক আইনে বেশ সুপ্রতিষ্ঠিত। ফলে যুক্তরাষ্ট্রের আদালতের বিচারের ঊর্ধ্বে যুবরাজ সালমান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই আইনি সিদ্ধান্তে যুবরাজ সালমান নির্দোষ প্রমাণিত হয় না বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। পাশাপাশি এই আইন এবং খাসোগি হত্যা মামলা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার বলে জানায় হোয়াইট হাউস।

২০১৯ সালের নির্বাচনী প্রচারে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যুবরাজ সালমানের শাস্তি নিশ্চিত করা হবে। প্রয়োজনে সৌদি আরবকে নির্বাসিত করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। নির্বাচনে জেতার পর তিনি যুবরাজের সঙ্গে কথা বলতেও নারাজ ছিলেন।

তবে এ বছরের জুলাই মাসে সৌদি যুবরাজের সঙ্গে সম্পর্ক নতুন করে সাজানোর সিদ্ধান্ত নেন তিনি এবং সেই মাসেই যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করতে সৌদি সফরে যান।

এরপর গত সেপ্টেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির প্রধানমন্ত্রী ঘোষিত হন এবং নভেম্বরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা আসে যে প্রধানমন্ত্রী হওয়ার কারণে আন্তর্জাতিক আইন অনুসারে খাসোগি হত্যা মামলায় সালমানের বিচার সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের এই ঘোষণাকে ‘খাসোগির দ্বিতীয় মৃত্যু’ বলে উল্লেখ করেছেন খাসোগির বাগদত্তা হাটিস সেনজিজ।

Link copied!