• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

তিব্বতে লকডাউন তুলতে বিরল আন্দোলন!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ০৭:২২ পিএম
তিব্বতে লকডাউন তুলতে বিরল আন্দোলন!

করোনা সংক্রমণ রুখতে চীনা স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে টানা ৩ মাস ধরে চলমান লকডাউনের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন দেশটির সাধারণ জনগণ। বুধবার (২৬ অক্টোবর) রাজধানী লাসায় আন্দোলনে নামেন তারা।

বিবিসি জানায়, এমন আন্দোলন ও প্রতিবাদ সমাবেশ এই অঞ্চলটিতে বেশ বিরল। তাছাড়া তিব্বতে এমন বড় মাপের আন্দোলন দেখা যায়নি অনকদিন। চীনের এই অঞ্চলটি বেশ কড়া পাহারায় রাখা হয়।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শত শত মানুষ রাস্তায় জড়ো হন। তারা একটি পুরো রাস্তা আটকে দিয়ে সমাবেশ করেন। ভিডিওতে দেখা যায়, এক কর্মকর্তা জনতাকে শান্ত থাকার জন্য অনুরোধ করছেন। লাউড স্পিকারে তিনি বলেন, “আপনারা বোঝার চেষ্টা করুন, ঘরে ফিরে যান।”

সেদিন দুপুর থেকে শরু করে রাত পর্যন্ত বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান করেন। তিব্বতের মানুষরা অনকদিন যাবত এভাবে আটকে আছেন। খাদ্য ও অর্থ সংকটে তারা আর ঘরে থাকতে চাচ্ছেন না। বিক্ষোভকারীরা জানিয়েছেন, কোনো উপায় থাকলে তারা এখানে আসতেন না।

Link copied!