• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ভোস্টোচনি কসমোড্রোমে পুতিন-কিমের বৈঠক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০২:২৩ পিএম
ভোস্টোচনি কসমোড্রোমে পুতিন-কিমের বৈঠক
কিম জং উন ও ভ্লাদিমিরি পুতিন (সংগৃহীত)

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেঠক চলছে। রাশিয়ার সুদূর পূর্বের ভোস্টোচনি কসমোড্রোমে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বৈঠকে কিম পুতিনকে বলেন, “আমরা সর্বদা রাষ্ট্রপতি পুতিনের সিদ্ধান্তকে সমর্থন করব এবং ... আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে থাকব।”

এ সময় পুতিন জানান, রাশিয়া উত্তর কোরিয়াকে স্যাটেলাইট তৈরিতে সহায়তা করবে। প্রসঙ্গত, উত্তর কোরিয়া চলতি বছরে দুবার তাদের স্যাটেলাইট উৎক্ষেপণ করতে ব্যর্থ হয়েছে।

ক্রেমলিন দুই নেতার আলোচনায় বসার ২০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। বৈঠকের শুরুতে পুতিন কিমকে বলেন, “প্রিয় চেয়ারম্যান, আপনাকে রাশিয়ায় দেখে এবং আতিথেয়তা করতে পেরে আমি খুবই আনন্দিত। এইবার, যেরকটি আমরা সম্মত হয়েছিলাম, ভোস্টোচনি কসমোড্রোমে।”

সর্বশেষ তাদের দেখা হয়েছিল ২০১৯ সালে রাশিয়ার দক্ষিণের বন্দর শহর ভ্লাদিভোস্টকে।

ধারনা করা হয়েছিল, বৈঠকে দুই নেতা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে সহায়তা করার জন্য অস্ত্র চুক্তি চূড়ান্ত করতে পারেন। তবে এই ধরনের সামরিক চুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, পুতিন শুধুমাত্র বলেছিলেন যে দুই নেতা ‘সমস্ত বিষয়ে’ আলোচনা করবেন।

বৈঠকের ঠিক আগেই উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। যা কিমের অনুপস্থিতে প্রথমবার।

Link copied!