• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

বাগদাদে সড়কের পাশে বিলবোর্ডে ভেসে উঠল পর্নো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩, ০১:৫৬ পিএম
বাগদাদে সড়কের পাশে বিলবোর্ডে ভেসে উঠল পর্নো
ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদের একটি সড়কের পাশে বিজ্ঞাপনী সংস্থার বিলবোর্ডে হঠাৎ ভেসে ওঠে পর্নো ছবি। এ ঘটনার পর সরকার বাগদাদের সব ইলেকট্রনিক বিলবোর্ড বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

সম্প্রতি বাগদাদের উকবা বিন নাফেহ স্কয়ারে একটি ইলেকট্রনিক বিলবোর্ডে হঠাৎ পর্নো ছবি চলতে শুরু করে। এ কারণে ইরাক সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সন্দেহভাজন ব্যক্তি একজন টেকনিশিয়ান। সড়কের পাশে বিদ্যুৎচালিত বিজ্ঞাপনী পর্দাগুলো পরিচালনার দায়িত্বে থাকা একটি কোম্পানির সঙ্গে ওই টেকনিশিয়ানের আর্থিক বিষয়ে বিরোধ ছিল। ওই কোম্পানির ওপর প্রতিশোধ নিতে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন ওই সন্দেহভাজন।

ইরাকের কর্মকর্তারা বলছেন, এ ঘটনার পর রোববার (২১ আগস্ট) বাগদাদের বিজ্ঞাপন প্রচারের জন্য নির্মিত সব বিদ্যুৎচালিত পর্দা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বাগদাদে সড়কের পাশে থাকা বিলবোর্ডগুলোতে সাধারণত পণ্য বা রাজনীতিবিদদের বিজ্ঞাপন প্রচার হয়ে থাকে। 

Link copied!