• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

মিসাইল হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার পুরোপুরি বিধ্বস্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৮:৪৫ এএম
মিসাইল হামলায় ইসরায়েলি তেল পরিশোধনাগার পুরোপুরি বিধ্বস্ত
ইরানের হামলায় জ্বলছে হাইফার তেল পরিশোধনাগার

মধ্যরাতে ইরানের পাল্টা মিসাইল হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। সোমবার (১৬ জুন) রাতে সেখানে মিসাইল ছোড়ে ইরান। তেল পরিশোধনাগরটি পরিচালনা করা বাজান গ্রুপ আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব অবকাঠামো বন্ধ হয়ে গেছে।

এ ছাড়া পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহতও হয়েছেন বলে নিশ্চিত করেছে বাজান।

তেল আবিব স্টক এক্সচেঞ্জের কাছে দেওয়া বিবৃতিতে গ্রুপটি বলেছে, “পরিশোধনাগারের অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎকেন্দ্র বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায়, পরিশোধনাগার এবং এর সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমরা এখন বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছি।”

হাইফা উপকূলে অবস্থিত এ পরিশোধনাগারটিতে এর আগে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলার হুমকি দিয়েছিল। কিন্তু তারা হামলা চালায়নি। এ ছাড়া এটি কখনো এমন সরাসরি হামলার শিকার হয়নি। তবে এবার ইরানের মিসাইলে বিধ্বস্ত হয়েছে এটি।  

সূত্র: টাইমস অব ইসরায়েল

Link copied!