• ঢাকা
  • সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২, ২৫ মুহররম ১৪৪৬

এবার আইআরজিসির সদর দপ্তরে ইসরায়েলি হামলা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ১২:৩২ পিএম
এবার আইআরজিসির সদর দপ্তরে ইসরায়েলি হামলা 
আইআরজিসির সদর দপ্তরে হামলা। ছবি : সংগৃহীত 

ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ জুন) হামলার এই তথ্য জানানো হয়েছে। 

পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল ও সিএনএন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এই সদর দপ্তরগুলোতে আইআরজিসির কর্মীরা মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি শাখাগুলোর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা করেছিল।

তবে ইসরায়েলি হামলায় আইআরজিসির সদর দপ্তরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে শুক্রবার (১৩ জুন) ইসরায়েলি হামলায় আইআরজিসির কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি নিহত হন। এ ছাড়া আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধানও নিহত হয়েছেন। আইআরজিসির নিহত গোয়েন্দাপ্রধানের নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। রোববার (১৫ জুন) ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। 

Link copied!