• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রেসিডেন্টের ঐক্যের ডাক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ০৭:৪৪ পিএম
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রেসিডেন্টের ঐক্যের ডাক

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ফিলিস্তিনি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের জাতীয় দায়িত্ব কাঁধে নেওয়ার বিকল্প নেই। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের আহ্বানে সাধারণ সম্পাদক পর্যায়ের একটি বৈঠক রোববার মিশরের উপকূলীয় শহর এল আলামিনে শুরু হয়।

বৈঠকে আব্বাস বলেন, “আমাদের অধিকার এবং পবিত্রতা রক্ষার পাশাপাশি অস্তিত্ব টেকাতে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য জাতীয় ঐক্য নিশ্চিত করতে হবে।”

আব্বাস এ সময় ফিলিস্তিনের সব পক্ষকে তার রাজনৈতিক দল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন-পিএলও এবং এর রাজনৈতিক এজেন্ডা সম্পর্কে দ্বিধাগ্রস্ত না হওয়ার পরামর্শ দেন। জানান, ফিলিস্তিনের জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়ার সংগ্রাম অব্যাহত থাকবে।  

ফিলিস্তিনে নির্বাচন হতে বাধা দেওয়ার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে আব্বাস বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে হবে।’

Link copied!