• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

মাদক-কাণ্ডে বিরোধ: মহাসড়কের পাশ থেকে ২০ জনের মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৯:২৫ এএম
মাদক-কাণ্ডে বিরোধ: মহাসড়কের পাশ থেকে ২০ জনের মরদেহ উদ্ধার
মেক্সিকোর মাদক নিয়ে সহিংসতা বেড়েছে। ছবি: রয়টার্স

মেক্সিকোর সিনালোয়া রাজ্যে একটি মহাসড়কের পাশ থেকে ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মরদেহেই গুলির চিহ্ন ছিল বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সোমবার প্রাদেশিক প্রসিকিউটরের দপ্তর জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যের একটি মহাসড়কের পাশ থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ৪টি মরদেহ রাস্তার ধারে পড়ে ছিল। আর বাকি ১৬টি মরদেহ একটি পরিত্যক্ত গাড়ির ভেতরে পাওয়া যায়। 

মেক্সিকোর এই অঞ্চলে সহিংসতা গত এক বছরে মারাত্মকভাবে বেড়েছে। সিনালোয়া কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা ইসমায়েল ‘এল মায়ো’ জামবাদার অপহরণের জেরে এমনটি হচ্ছে বলে ধারণা করা হয়।

জামবাদার দাবি, তিনি কারাবন্দী মাদক সম্রাট জোয়াকিন ‘এল চাপো’ গুজমানের ছেলের হাতে অপহৃত হয়েছিলেন এবং তাকে জোর করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর থেকেই মাদক সংক্রান্ত কার্টেলের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষ শুরু হয়।

এল চাপোর অনুসারীদের সঙ্গে জামবাদার ঘনিষ্ঠরা সংঘাতে জড়িয়ে পড়ে। সরকারি হিসাব অনুযায়ী, এ ধরনের সংঘাতে অঞ্চলটিতে অন্তত ১ হাজার ২০০ জন নিহত হয়েছেন।


২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মাদক সংক্রান্ত সহিংসতায় মেক্সিকোতে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ। এ ছাড়া ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!