• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

মনোনয়ন-দৌড়ে ট্রাম্পের সঙ্গে লড়বেন মাইক পেন্স


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৭, ২০২৩, ০৪:৩৩ পিএম
মনোনয়ন-দৌড়ে ট্রাম্পের সঙ্গে লড়বেন মাইক পেন্স

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে দেশটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এবার রিপাবলিকান দলের মনোনয়নের জন্য ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেই লড়াই শুরু করছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এর আগে সোমবার (৫ জুলাই) তিনি এ সংক্রান্ত কাগজপত্র জমা দেন। ফেডারেল নির্বাচন কমিশনের কাগজপত্র ঘেঁটে এ তথ্য জানা যায়। এ নিয়ে দলে আরেকজন প্রতিদ্বন্দ্বী পেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বুধবার (৭ জুন) থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন ৬৪ বছর বয়সী মাইক পেন্স। সম্প্রতি ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসও ঘোষণা দেন তিনি রিপাবলিকানদের টিকিটে নির্বাচনে লড়বেন। এবার এ দৌড়ে যুক্ত হলেন মাইক পেন্স।

আইওয়াতে তার প্রচারাভিযান শুরুর আগে বক্তব্যের একটি ভিডিও বুধবার প্রকাশিত হয়। এতে পেন্স নিজেকে একজন রিগান রিপাবলিকান হিসেবে তুলে ধরে যুক্তরাষ্ট্রকে রক্ষণশীল নীতিতে ফিরিয়ে আনার অঙ্গীকার করেন।

তিনি বলেন, আজ, ঈশ্বর ও আমার পরিবারের সামনে ঘোষণা দিচ্ছি, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।

Link copied!