• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কর ফাঁকির মামলায় খালাস পেলেন নোবেলজয়ী মারিয়া রেসা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ০৩:৩০ পিএম
কর ফাঁকির মামলায় খালাস পেলেন নোবেলজয়ী মারিয়া রেসা
মারিয়া রেসা । সংগৃহীত

ফিলিপাইনের নোবেলজয়ী মারিয়া রেসা কর ফাঁকির আকেটি মামলায় খালাস পেয়েছেন। তার বিরুদ্ধে করা পাঁচটি কর ফাঁকির মামলার শেষটি ছিল এটি। এই রায়কে সংবাদপত্রের স্বাধীনতার বিজয় হিসেবে স্বাগত জানানো হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

রায় ঘোষণার পর ম্যানিলার আদালতের বাইরে মারিয়া রেসা সাংবাদিকদের বলেন, “আপনার বিশ্বাস থাকতে হবে।”

পাঁচটি মামলাই দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের আমলে করা হয়েছিল।

মারিয়া রেসার নিউজ ওয়েবসাইট র‌্যাপলার-এ মাদকের বিরুদ্ধে দুতার্তের রক্তক্ষয়ী যুদ্ধের সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। ফিলিপাইনে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের মুখে সংবাদ প্রকাশ করে মারিয়া ২০২১ সালে রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন।

২০২২ সালের জুনে পদত্যাগ করা দুতার্তে, তার মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তের মুখোমুখি হয়েছেন।

মারিয়ার খালাসের সংবাদে র‌্যাপলার এক বিবৃতিতে জানায়, “এটি শুধু র‍্যাপলারের জন্য নয়, প্রত্যেকের জন্যই একটি বিজয়। যারা বিশ্বাস রেখেছে যে একটি মুক্ত ও দায়িত্বশীল সংবাদমাধ্যম সম্প্রদায় ও গণতন্ত্রকে শক্তিশালী করে।” 

Link copied!