• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

পাকিস্তানের প্রধান বিচারপতি হচ্ছেন কাজি ফয়েজ ইসা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৩, ০৫:২৫ পিএম
পাকিস্তানের প্রধান বিচারপতি হচ্ছেন কাজি ফয়েজ ইসা

পাকিস্তানের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন কাজি ফয়েজ ইসা। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি বুধবার তার নিয়োগ অনুমোদন করেছেন। তিনি হতে যাচ্ছেন দেশটির ২৯তম প্রধান বিচারপতি।

বুধবার (২১ জুন) সংবাদমাধ্যম বিজনেস রেকর্ডার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, প্রেসিডেন্ট ড. আরিফ আলভি বুধবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারক কাজি ফয়েজ ইসাকে দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

দেশটির প্রেসিডেন্টের একটি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

টুইট বার্তায় বলা হয়েছে, প্রেসিডেন্ট আরিফ আলভি বিচারপতি কাজী ফয়েজ ইসাকে পাকিস্তানের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। বর্তমান প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের অবসর গ্রহণের পর এই নিয়োগটি চলতি বছরের ১৭ থেকে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। একই দিন তিনি শপথ গ্রহণ করবেন।

দেশটির সংবিধানের ১৭৯ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান প্রধান বিচারপতি ১৬ সেপ্টেম্বর অবসর গ্রহণ করবেন।

এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের একজন বিচারক ৬৫ বছর বয়স না হওয়া পর্যন্ত নিজ পদে অধিষ্ঠিত থাকবেন, যদি না তিনি পদত্যাগ করেন বা সংবিধান অনুযায়ী পদ থেকে অপসারিত হন।

Link copied!