কানাডার নাগরিকদের জন্য ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ভারত। দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মাঝেই এই সিদ্ধান্ত নিলো নয়াদিল্লি। খবর হিন্দুস্তান টাইমসের।
সোমবার (১৮ সেপ্টেম্বর) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তান আন্দোলনের নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ করেন। এর প্রেক্ষিতে দুই দেশ পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করে। যার ফলে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।
ভিসা স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা এখনো না আসলেও, কানাডার ভিসা আবেদন কেন্দ্র পরিচালনাকারী বিএলএস ইন্টারন্যাশনাল এই বিষয়ে তাদের কানাডিয়ান ওয়েবসাইটে একটি বার্তা পোস্ট করে। তাতে বলা হয়, “ভারতীয় মিশনের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি: ২১শে সেপ্টেম্বর ২০২৩ (বৃহস্পতিবার) থেকে কার্যকরী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় ভিসা পরিষেবাগুলো স্থগিত করা হয়েছে।”
এক ভারতীয় কর্মকর্তা স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করলেও এর বেশি মন্তব্য করতে রাজি হননি।
কোভিড-১৯ মহামারীর পর এই প্রথম ভিসা স্থগিত করেছে ভারত।