• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

বাসরঘরে একসঙ্গে হৃদরোগে স্বামী-স্ত্রীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৬, ২০২৩, ১০:৫৯ এএম
বাসরঘরে একসঙ্গে হৃদরোগে স্বামী-স্ত্রীর মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের বিয়ের পরদিন এক নব দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) নিজেদের শয়নকক্ষ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, মঙ্গলবার প্রতাপ যাদব (২৪) ও পুষ্পা যাদব (২২) বিয়ে করেন। সেদিন সারা রাত বিয়ে অনুষ্ঠান শেষে তারা বুধবার উত্তর প্রদেশের বাহরাইখে ফেরেন। বিয়ে-পরবর্তী অনুষ্ঠান শেষে তারা বাসরঘরে যান। পরদিন সকালে পাওয়া যায় দুজনের নিথর মরদেহ।

প্রতাপ ও পুষ্পার মৃত্যুর কারণ জানতে কক্ষটিতে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল তদন্ত চালিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তারা দুজনই একসঙ্গে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) মারা গেছেন।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ দম্পতির আগে থেকে কোনো অসুস্থতা ছিল না। তাদের জোর করে কক্ষে ঢোকানোর কোনো আলামত কিংবা তাদের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

কাইসারগঞ্জ পুলিশ স্টেশনে দায়িত্বরত পরিদর্শক রাজনাথ সিং বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এ দম্পতি একই সময়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

Link copied!