• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

বিয়ের পর সমলিঙ্গের অঞ্জু-কবিতার যেভাবে কাটছে দিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ১০:৩০ এএম
বিয়ের পর সমলিঙ্গের অঞ্জু-কবিতার যেভাবে কাটছে দিন
ছবি : সংগৃহীত

তাদের প্রেমটা অন্যদের মতো ছিল না। সমাজের চোখ রাঙানিও কম সহ্য করতে হয়নি। বাধাবিপত্তি এসেছিল পদে পদে। তবে সেসব তুড়ি মেরে উড়িয়ে একে অপরের সঙ্গে জীবন কাটাতে চেয়েছিলেন অঞ্জু-কবিতা। দুই মাস আগে সমলিঙ্গ বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দুজন।

ভারতের গুরুগ্রামে বিয়ের অনুষ্ঠানে একে অপরের সঙ্গে সারা জীবন কাটানোর প্রতিশ্রুতি দিয়েছেন অঞ্জু-কবিতা। বিয়ের পর এখন কেমন রয়েছেন তারা? একে অপরের সাহচর্যে কেমন দিন কাটছে? প্রশ্ন শুনেই খুশি ধরা পড়ল দুজনের গলায়। কবিতা জানালেন তিনি এ বিয়েতে খুবই খুশি। অঞ্জু ভীষণ যত্ন নেয় তার।

কবিতা জানালেন, “আমি আগে থেকেই জানতাম আমাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে। তবে যখন আমার পরিবার নিয়ে মানুষজন কথা বলা শুরু করল তখন খারাপ লাগে। আমার সঙ্গী ভীষণ কেয়ারিং মানুষ। নিজের সিদ্ধান্তে গর্ব হচ্ছে আমার। ওর সঙ্গে খুব খুশি রয়েছি আমি। খবর এই সময়ের।”

তিনি আরও বলেন, “আমাদের বিয়ের দুই মাস হয়েছে। ভবিষ্যতে কোনো এতিম শিশুকে দত্তক নিতে চাই। আমরা দুজনেই ভাগ্যবতী আমাদের পরিবার আমাদের বুঝতে পেরেছে।”

Link copied!