জেলেনস্কির সঙ্গে জার্মান চ্যান্সেলরের আলোচনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ১১:১৫ এএম
জেলেনস্কির সঙ্গে জার্মান চ্যান্সেলরের আলোচনা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। শুক্রবার (৬ জানুয়ারি) ফোনে কথা হয় এই দুই নেতার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ফোনালাপে ইউক্রেনকে পদাতিক যান এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহের জন্য জার্মানিকে ধন্যবাদ জানান জেলেনস্কি।

এদিকে রাশিয়া ঘোষিত ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনের বিরুদ্ধে রুশ সামরিক অবস্থানে গোলাবর্ষণের অভিযোগ করেছে মস্কো। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন অভিযোগ করা হয়েছে।

কিয়েভের তরফে অবশ্য রাশিয়ার এই যুদ্ধবিরতির ঘোষণার প্রত্যাখ্যান করা হয়েছে। ইউক্রেন বলেছে, রুশ যুদ্ধবিরতির সময় তারা লড়াই বন্ধ করবে না। কিয়েভ এটিকে রুশ সেনাদের সংগঠিত করার ফাঁদ হিসেবে উল্লেখ করেছে।

Link copied!