• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ইসরায়েলি হামলায় গুরুতর আহত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩, ০৪:৩৯ পিএম
ইসরায়েলি হামলায় গুরুতর আহত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: সংগৃহীত

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরেশ ইসরায়েলি হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে রাফাহ ক্রসিংয়ের উত্তরাঞ্চলে এক হামলায় আহত হন তিনি।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মুনির ওই এলাকায় তার বোনের বাড়িতে ছিলেন। সে সময় ইসরায়েলি সেনারা সেখানে হামলা চালান। এ হামলায় মুনির তার পরিবারের সদস্যসহ আহত হন। এ হামলায় মুনিরের মেয়ে প্রাণ হারান।

আবাসিক ভবনে করা হামলায় ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে রয়েছেন। সেই সঙ্গে ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

খান ইউনিসের পূর্ব ও মধ্যাঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া গাজার বুরেজি, মাঘরাজি ও নুসেইরাতের শরণার্থী শিবিরসহ উত্তর গাজা এবং জাবালিয়া ও সেখানকার শরণার্থী শিবিরেও হামলা চালান ইসরায়েলি সেনারা। 

Link copied!