• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

তরুণদের বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ বন্ধ করল চীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৭:০৬ পিএম
তরুণদের বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ বন্ধ করল চীন

তরুণদের মাসিক বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ বন্ধ করে দিয়েছে চীন। প্রতি মাসে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, বেকারত্বের হার প্রতি মাসেই নতুন রেকর্ড করছে।

সিএনএন জানায়, চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) প্রতি মাসে শহরের ১৬-২৪ বছর বয়সীদের বেকারত্বের হার প্রকাশ করত। মঙ্গলবার (১৫ আগস্ট) এনবিএস বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ বন্ধের ঘোষণা দেয়। এ ঘোষণার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এ ব্যাপারে এনবিএসের মুখপাত্র ফু লিংহুই বলেন, “বর্তমান পরিসংখ্যান ব্যবস্থার উন্নতি করা প্রয়োজন। যে বয়সীদের তথ্য প্রকাশ করা হচ্ছে, তাদের প্রধান কাজ পড়াশোনা করা। চাকরি করা নয়।”

ফু লিংহুই আরও বলেন, “স্নাতক সম্পন্ন না করা শিক্ষার্থীদের এ হিসাবে আনা হবে কিনা তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন। তরুণ চাকরিপ্রার্থীদের বয়সের সীমা নিয়েও কাজ করা প্রয়োজন। কারণ, তরুণরা এখন বেশি বয়স পর্যন্ত পড়াশোনা করছেন।”

তরুণ বেকারের পরিসংখ্যান তৈরির পদ্ধতি নিয়ে এনবিএস গভীর গবেষণা পরিচালনা করবে। এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবার পরিসংখ্যান প্রকাশ করা হবে বলেও জানান ফু লিংহুই।

যদিও আবার কবে থেকে পরিসংখ্যান প্রকাশ হবে তার নির্দিষ্ট কোনো সময় তিনি জানাননি।

Link copied!