• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ১০০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ১১:৪১ এএম
সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ১০০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুইটি গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ১০০ জন, আহত হয়েছেন আরও তিন শতাধিক। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

আল-জাজিরা জানায়, শনিবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় ও একটি স্কুলকে লক্ষ্য করে কিছু সময়ের পার্থক্যে দুইটি গাড়িবোমা বিস্ফোরিত হয়।

দেশটির প্রেসিডেন্ট এই হামলার জন্য সশস্ত্র বাহিনী আল-শাবাবকে দোষারোপ করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

প্রথম বিস্ফোরণটি শিক্ষা মন্ত্রণালকে আঘাত করে। বিস্ফোণের পর হতাহতদের উদ্ধারের জন্য জড়ো হয় অ্যাম্বুলেন্স, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ও নানা শ্রেণীপেশার মানুষ। আর সেখানেই আরো একটি বিস্ফোরণ ঘটানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর রক্ত, ধোঁয়া আর আর্তনাদে ভারি হয়ে ওঠে চারপাশ।

সোমালিয়াতে অবস্থানরত জাতিসংঘের মিশন এই নৃশংস ঘটনার নিন্দা জানিয়ে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এর আগে ২০১৭ সালে একই স্থানে আরেকটি বিস্ফোরণে ৫০০ মানুষ মারা যায়।

এই হামলাগুলোর জন্য আল-কায়েদার মিত্র আল-শাবাব বাহিনীকে অভিযুক্ত করা হয়েছে। এই বাহিনীটি প্রায় এক দশক ধরে ক্ষমতায় আসার জন্য লড়ছে। তারা বর্তমান সরকারের পতন ঘটিয়ে নিজেদের মতো করে ইসলামিক শাসন কায়েম করতে চায় দেশটিতে।

Link copied!