• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

সাগরে অন্তত ২০ রোহিঙ্গার মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ০৯:২৩ পিএম
সাগরে অন্তত ২০ রোহিঙ্গার মৃত্যু

গত কয়েক সপ্তাহে সাগরে অন্তত ২০ রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। দুই মাসে একাধিক নৌকায় কয়েকশ রোহিঙ্গা ইন্দোনেশিয়ার উপকূলে ভিড়ার পর মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তারা একথা বলেছে।

সোমবার (২৬ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের তীরে ভেসে আসা একটি নৌকা থেকে ১৭৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে সমুদ্রে ভাসতে থাকা সেই রোহিঙ্গাদের অধিকাংশই পানিশূন্যতায় ভুগছিলেন। ক্ষুৎপিপাসায় ক্লান্ত ছিলেন তারা। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েকজনকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।  

রোহিঙ্গাদের সহযোগিতা দিয়ে আসা আরাকান প্রজেক্টের ক্রিস লেয়া জানিয়েছেন, দেড়শতাধিক রোহিঙ্গাবোঝাই যে নৌকাটির খোঁজ মিলছিল না, যেটি ডুবে গেছে বলে আশঙ্কাও করা হচ্ছিল, সোমবার (২৬ সেপ্টেম্বর) সেই নৌকাই ইন্দোনেশিয়ায় পৌঁছেছে।

ইউএনএইচসিআর জানায়, বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোর দুর্দশা থেকে বাঁচতে চাচ্ছে রোহিঙ্গারা। ফলে সমুদ্র তাদের পালাবার পথ, আর সেটিই প্রাণঘাতী হচ্ছে তাদের জন্য।

নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে সমুদ্র তুলনামূলক শান্ত থাকে। ফলে বছরের পর বছর এই সময়টায় বিপুল সংখ্যক রোহিঙ্গাকে থাইল্যান্ড , মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ছুটে যায়।

বাংলাদেশের জনবহুল শরণার্থী শিবিরগুলোতে এখন প্রায় ১০ লাখ রোহিঙ্গা বসবাস করছে, যাদের বেশিরভাগই সীমান্ত টপকেছে ২০১৭ সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর দমন অভিযান শুরু হওয়ার পর।

এর আগে রোববারই আরেকটি নৌকায় সমুদ্রে মাসখানেক ভেসে থাকা ৫৭ রোহিঙ্গা ইন্দোনেশিয়ার আচেহতে নামেন। নভেম্বরেও দুই নৌকায় মোট ২৩০ জন রোহিঙ্গা শরণার্থী দেশটিতে এসেছিল।

এ মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার নৌবাহিনীও সমুদ্র থেকে ১০৪ রোহিঙ্গাকে উদ্ধার করে; ভাসমান পানির ট্যাংক আঁকড়ে ধরে থাকা ৬ জনকে বাঁচিয়েছে থাই কর্তৃপক্ষও।

Link copied!