• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

রাজা চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৭:৫৩ পিএম
রাজা চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা

আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক। এ উপলক্ষে সরকারি ছুটি পালিত হবে ব্রিটেনজুড়ে। চার্লসের মা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর আট মাস পর এ রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে।

ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠানের দুদিন পর ৮ মে সরকারি ছুটি পালিত হবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ১৯৫৩ সালে রাণী দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের মতো রাজকীয় এই অনুষ্ঠানটি সারা দেশের পরিবার ও সম্প্রদায়ের জন্যে এক হয়ে উপযাপনের একটি সুযোগ।

ব্রিটেনের গত নয়শ বছরের প্রথা অনুযায়ী লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের (৭৩) মাথায় আনুষ্ঠানিকভাবে মুকুট পরিয়ে দেয়া হবে। চার্লসের স্ত্রী ক্যামিলাকেও (৭৫) সেদিন মুকুট পরানো হবে।

গত ৮ সেপ্টেম্বর রানির মৃত্যুর পরপরই চার্লসকে রাজা ঘোষণা করা হয়। অষ্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডসহ ১৪টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্বও তিনি নেন।

রানি দ্বিতীয় এলিযাবেথ ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান। তিনি রেকর্ড ৭০ বছর ধরে সিংহাসনে ছিলেন।

Link copied!