• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫, আহত ১১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ১২:৪১ পিএম
সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫, আহত ১১

সোমালিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত ও একজন আঞ্চলিক গভর্নরসহ ১১ জন আহত হয়েছে।

একজন পুলিশ কমান্ডারের বরাত দিয়ে আফ্রিকা নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, আল-কায়েদার সঙ্গে যুক্ত ‘শেবাব’ নামে স্থানীয় একটি বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালিয়েছে। গোষ্ঠীটি আফ্রিকার বিভিন্ন স্থানে আত্মঘাতী বোমা হামলা চালায়।

পুলিশ কমান্ডার হুসেন আদান বলেন, “বিস্ফোরক বোঝাই একটি গাড়ি রাজধানী মোগাদিশু থেকে ৪৫০ কিলোমিটার পশ্চিমে বারডেরায় সরকারি কর্মকর্তাদের জড় হওয়া একটি গেস্ট হাউসে বিস্ফোরণ ঘটায়।”

তিনি বলেন, “বিস্ফোরণে ভবনের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয় ও এতে পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হন। গভর্নর আহমেদ বুলে গারেদসহ ১১ জন আহত হয়েছেন।”

তবে তিনি বোমা হামলা এবং আহতদের সম্পর্কে খুব বেশি বিস্তারিত তথ্য জানাতে পারেননি।

এদিকে মোহামুদ সানি নামে একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, “আজ সকালে যে বিস্ফোরণ হয়েছে তার মতো বড় কিছু আমরা কখনও শুনিনি। ভূমিকম্পের মতো পৃথিবী কেঁপে উঠেছিল।”

এর আগে ২০২২ সালের অক্টোবরে মোগাদিশুতে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে ১২১ জন নিহত এবং ৩৩৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল।

Link copied!