• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ২২ সেনা আহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৫:৩৮ পিএম
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ২২ সেনা আহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলায় একটি সেনাবহরকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন সেনা আহত হয়েছে।

রোববার (২৮ মে) তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

কয়েকটি সরকারি সূত্র জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চেহকান এলাকার সদর থানার কাছে এক ব্যক্তি বিস্ফোরক বোঝাই একটি মোটরসাইকেল নিয়ে সামরিক বহরে হামলা চালালে সেনা আহতের ঘটনা ঘটে। ডেরা ইসমাইল খান প্রদেশের দক্ষিণ ওয়াজিরস্থান জেলার মিনজা এলাকার দিকে যাচ্ছিল ওই সেনাবাহরটি। এ সময় বিস্ফোরক বোঝাই মোটর সাইকেল নিয়ে ওই ব্যক্তি সেনা বহরের গাড়ি লক্ষ্য করে আঘাত করে।

হামলার পর পরই এলাকা ঘিরে ফেলা হয়। যদিও এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, হামলাস্থল থেকে ৪০০ মিটার দূরে মোটর সাইকেল আরোহী আত্মঘাতী বোমা হামলাকারী সেনা বহরের জন্য অপেক্ষা করছিল। আহত সেনাদেরকে ডেরা ইসমাইল খানের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুই সেনার অবস্থা আশঙ্কাজনক।

Link copied!