• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে নিহত ১১৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৮:৩৭ এএম
ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে নিহত ১১৩

ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৩ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাকের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১১টা নাগাদ আগুন লাগে। এই ঘটনায় এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিনেভেহ প্রদেশের হামদানিয়াহ জেলার একটি হলরুমে বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। সেটা থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এতে আহত হয়েছেন অন্তত দেড় শ মানুষ। বিয়ের এই আয়োজনে হাজারখানেক অতিথি ছিলেন।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, দাহ্য বস্তু এবং স্বল্পমূল্যের নির্মাণ উপকরণ দিয়ে ওই হলের সিলিং বানানো হয়েছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রাণহানি বেড়েছে।

Link copied!