• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় নিহত ১০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৮:২৭ এএম
ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় নিহত ১০
দাতব্য সংস্থার বিতরণ করা খাবার খাচ্ছে শিশুরা।

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ও গোলা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৫ জন।

স্থানীয় সময় রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।  আহতদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।  

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আল-জাজিরা জানায়, গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করেছিলেন ফিলিস্তিনিরা। সে সময়েই এ হামলা হয়।  

আল-জাজিরা আরও জানায়, একইদিন জেইতুন এলাকায় তিনতলা আবাসিক একটি ভবনেও বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

 

Link copied!